। শতদল আচার্য ।
তোমাকে নতুন করে শুনানোর মত
কিছু নেই আমার কাছে
যা চর্বিত চর্বন ছাড়া ।
এই বয়সে বসন্তে বসন্তে দৌড়ে যাই না
আমার কাল্পনিক ভালোবাসায় প্রশ্রয় দাও নি ।
গান্ধারী সব জেনেও বিজয়ের স্বপ্ন দেখে ।
সীতার জয়ে আনন্দ আসে না মনে ।
একা একাই জীবন চলে যায়, অনন্ত পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন