। মীনাক্ষী নাথ ।
বছরটি নয় শুধু ৩৬৫ দিনের সমষ্টি
বিশেষ অভিজ্ঞতার যেন এক প্রতিকৃতি।
এপ্রিলে পাহালগাম হত্যাকাণ্ড হয় যদি ক্রিয়া,
মে তে অপারেশন সিন্দুর তারই প্রতিক্রিয়া।।
জুনে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা
যেন শিখিয়ে দেয়, ক্ষণিকের যেখানে নেই নিশ্চয়তা,
কেন ভূস্বর্গ নিয়ে এত হিংসা??
একদিকে বিশ্বকুমার রমেশ, একমাত্র বেঁচে ফেরা যাত্রী~~
কেউ বলে ভাগ্যবান, অথচ বীভৎস অভিজ্ঞতায়
আজও যার কেঁদে ওঠে প্রাণ।
অন্যদিকে শুভাংশু শুক্লা, ISS এ পৌঁছানো প্রথম ভারতীয় মহাকাশচারী ~~
জুন মাসেই শুরু যাত্রা, ১৮ দিনের সফল গবেষণা
ভারতীয়দের চোখে গর্বের আনন্দধারা।।
সেপ্টেম্বরে পূর্ণচন্দ্র গ্রহণ যতটা না হলো পর্যবেক্ষণ,
সিঙ্গাপুরে জুবিনদার মৃত্যুতে সবাই শোকস্তব্ধ, করলো আসামের চাঁদ কে নমন।
আবারো আনন্দের আবেগ ছড়িয়ে পড়ল নভেম্বরে ~~
চায়ের কাপে নয়, বিশ্বকাপে যখন চুমু দিলো মহিলা ক্রিকেট দলে।
অনেক উত্থান পতন, অনেক আবেগের সমাবেশ
সন ২০২৫, সত্যিই তুমি বিশেষ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন