মোবাইল ফোন

[প্রতাপ : ১৬তম সংখ্যা]

 

      সুখেন দাস

 

মোবাইল যে আজ সবার নিত্য সঙ্গী,

ছোট বড় সবাইকে করতে হয় কত ভঙ্গী?

এর ব্যবহারের নাই যে কোন তুলনা,

তারে নিয়েই আজ এত জল্পনাকল্পনা।

 

কারোর হচ্ছে সুবিধা তো কারোর অসুবিধা,

কম জানলে দ্বিধা আর বেশি হলে পড়বে ধাঁধা।

কেউ মনের মানুষ পেয়েছে এর সুব্যবহারে,

তো কারোর সংসার ভেঙেছে এর অপব্যবহারে ।

 

আনন্দ পায় বড়রা ফেসবুকে ছোটরা ইনস্টাগ্রামে!

দূরদূরান্তের খবর পাই মোবাইলের মাধ্যমে।

ইচ্ছে মত খাবার বা পোশাক পাই ঘরে বসেই,

এর সঙ্গে যুক্ত  থাকতে হবে জাদু আন্তর্জাল ।

 

মোবাইল ফোনে  গিলেছে মানুষের কর্ম দক্ষতাকে,

ভুলে গেছে মানুষ থাকতে হয় কিভাবে আত্মনির্ভর।

শত চেষ্টা করেও কেহ ভুলতে পারে না আজ তাকে,

সকাল হতে সন্ধ্যে অবশেষে থাকেই করছে অবলম্বন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...