জুবিন দা

        
। সুরজ কুমার নাথ ।

এমন তো কথা ছিল না জুবিন দা,
মাঝপথে থেমে যাওয়া।
তোমার গানে গানে অনেক ছবি এঁকেছি প্রাণে,
এখন সে ছবিগুলো 'তাসের ঘর'...... এমন তো কথা ছিল না জুবিন দা।
তোমার সুরে সুরে ভোর হয়, বেঁচে থাকা হয়, ভালোবাসা হয়............ ।
মানুষের 'বেঁচে থাকা' এভাবে কেড়ে নেবে এমন তো কথা ছিল না জুবিন দা।
বরাক-ব্রহ্মপুত্রের জল লক্ষ লক্ষ চোখের জলে আজ লোনা..........
তুমি শুধু শান্ত হয়ে ওপাশে মুখ ফিরিয়ে আরামে ঘুমাচ্ছ
এমন তো কথা ছিল না জুবিন দা।
তুমি না বলেছিলে সবাইকে বড্ড বেশি ভালোবাসো,
মিথ্যে কথা...... এভাবে ভালোবেসে ছেড়ে চলে যাওয়া যায় না জুবিন দা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...