। স্বাতীলেখা রায় ।
কত কবিতার খাতা হলদে
হয়
ঝকঝকে ঘর দুয়ারে-
কত কবিতা খুঁজে পায় না
হারানো সময়ে, ছড়ানো পথ -
কত কবিতার অভিমান হয়
লুকিয়ে কাঁদা আঁধারে -
কত কবিতা রাখতে পারে নি
কাউকে দেয়া শপথ-
কত কবিতার জন্ম হয়
অবচেতন এর ঘোরে -
কত কবিতা শুকতারা হয়
রাত জাগানিয়া ভোরে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন