কত কবিতা

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

      । স্বাতীলেখা রায়

কত  কবিতার খাতা হলদে হয়

ঝকঝকে ঘর  দুয়ারে-


কত কবিতা খুঁজে  পায়  না

 হারানো সময়ে, ছড়ানো পথ -


কত  কবিতার অভিমান হয়

লুকিয়ে কাঁদা আঁধারে -


কত  কবিতা রাখতে পারে  নি

কাউকে দেয়া শপথ-


কত কবিতার জন্ম হয়

অবচেতন এর ঘোরে -


কত  কবিতা শুকতারা হয়

রাত জাগানিয়া ভোরে ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...