সুপারিগাছের ছায়ায় অদ্বৈত মল্লবর্মণের জন্ম শতবার্ষিকী পালন

[প্রতাপ : ১৬তম সংখ্যা]

। ইমাদ উদ্দিন বুলবুল ।

    উত্তরপূর্ব ভারতে একজন ক্ষণজন্মা সাহিত্যিক ত্রিপুরার অদ্বৈত মল্লবর্মণ ১২ জানুয়ারি ১৯১৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি জন্মগতভাবে মৎস্য শিকারি বংশে জন্মেছিলেননিজের চেষ্টায় লেখাপড়া শিখে সাহিত্য চর্চা শুরু করেন তিনি মৎস্যজীবিদের জীবন ভিত্তিক উপন্যাসতিতাস একটি নদীর নামলিখেছিলেন, যা তাঁর জীবদ্দশায় কলকাতার মোহাম্মদী সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল কিন্তু পুস্তকাকারে প্রকাশের পূর্বেই এই ক্ষণজন্মা পুরুষ ১৬ এপ্রিল ১৯৫১ খ্রিস্টাব্দে মাত্র ৩৭ বছর বয়সে পরলোক গমন করেন

    ২০১৪ খ্রিস্টাব্দে তাঁর জন্ম শতবার্ষিকী ভারত-বাংলাদেশে পালিত হয় তাঁর জন্ম শতবার্ষিকী পালনের জন্য আমি কিছু সংস্থাকে উৎসাহিত করি এর ফলেই বরাক উপত্যকার অনুসূচিত জাতি সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয় কুমার দাস এডভোকেট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপেশ চন্দ্র দাসের উদ্যোগে শিলচর তারাপুরের  নেতাজি নগরের বর্মণ পাড়ায় দীনেশ চন্দ্র বর্মণের পৌরোহিত্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় এতে উক্ত বিনয় কুমার দাস, রূপেশ চন্দ্র দাস, বিজ্ঞান শিক্ষক শৈলেন দাস, শিক্ষক সুজিত কুমার নাথ কলেজ ছাত্র প্রণবাংশু বর্মণ নিজ নিজ বক্তব্য তুলে ধরেন সভায় আমিও মল্লবর্মণের সাহিত্যকর্মের খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরি বর্মণ পাড়ার সুপারি গাছগুলোর ছায়ায় পড়ন্ত বিকালে ছিল এক মনোরম স্মরণসভা

                উল্লেখযোগ্য যে, এই বরাক উপত্যকায় জালো-মালো সম্প্রদায়ের উদ্যোগে এবং তাদের আবাল-বৃদ্ধ-বণিতার উপস্থিতিতে অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে এই প্রথম একটি স্মরণসভা আনুষ্ঠিত হল অনুষ্ঠান প্রায় দেড় ঘণ্টা চলে এবং পাশের বাসার মানুষ অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করেন দৈনিক সাময়িক প্রসঙ্গের ফটোগ্রাফার অনুষ্ঠানের কয়েকটি ফটো তুলেছিলেন, যা আমার এলবামে সংরক্ষিত আছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...