প্রতাপ : অনলাইন-৩৪
। প্রিয়তোষ শর্মা ।
তুমি আবার এসো ফিরে
ব্রহ্মপুত্রের তীরে
নিয়ে জীবনের গান,
তুমি আবার এসো ফিরে
সংগীতের সুরে
জুড়াতে মোদের প্রাণ।
তুমি আবার এসো ফিরে
তোমার বেড়ে ওঠা শহরে
শুনে এই আহ্বান,
তুমি আবার এসো ফিরে
কোন এক নতুন ভোরে
হয়ে আমাদের স্বাভিমান।
"রবে তুমি চির অমর হয়ে
সদাই ভারতবাসীর হৃদয়ে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন