অমরত্বের মহাপ্রতিস্বর

প্রতাপ : অনলাইন-৩৪

       । ড. অর্পিতা দাস ।


জাতিহীন,ধর্মহীন,দেবতাহীন দিগন্তে—

তিনি দাঁড়ালেন অনন্ত জনতার কণ্ঠস্বর হয়ে।

কপট সভ্যতার আবরণ ছিন্নভিন্ন করলো তাঁর সুরতরঙ্গ।


সমাজের প্রতিসন্ধিক্ষণে তিনি উচ্চারণ করলেন প্রলয়ঘণ্টা,

বন্যার জলোচ্ছ্বাসে, ক্ষুধার ক্রন্দনে, মৃত্যুর দহনে—

তিনি হয়ে উঠলেন মমতার মূর্তিমান প্রতীক।


অভিজাত আড়ম্বর তাঁকে বন্দী করতে পারলো না,

রিকশার চাকা, শ্রমিকের ঘাম, প্রান্তিকের অশ্রু —

এসবই হল তাঁর সত্যের আখ্যান।


সংগীত তাঁর অস্ত্র, মানবতা তাঁর ধ্বজা,

প্রতিটি সুরে আছে ন্যায়ের মশাল, সহমর্মিতার দীপশিখা।

অলীক ভোগ নয়, জনতার কণ্ঠেই তিনি খুঁজে নিলেন মুক্তি।


তাঁর মৃত্যুও তাই মৃত্যু নয় —

এ এক কালোত্তীর্ণ অগ্নিশিখা,

যেখানে চোখের কান্না রূপান্ত

রিত হয় অমরত্বের দর্শনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...