মহান উনিশ, তুমি আছো

। সীমা পুরকায়স্থ ।


উনিশ, তুমি আছো ট্রেনে ঘুরে ফেরা

ফেরিওয়ালার মুখের বেসুরো গানে।

বাংলায় কথা বলা, রুমাল, টর্চ, ঘড়ি

চেইন, পার্স আদি বিক্রেতার মুখের বুলিতে

তুমি আছো কৃষকের ঘরের

অভাবী ছাত্রের বর্ণমালার বইয়ে।

ওরা মূর্খ! ইংরেজি, আসামি, হিন্দী

অনেকেই বোঝে না।

ওরা দেশ, রাজ্য, ভাষা, জাতি, ধর্ম

বিভাগের চিন্তায় বিভোর নয়।

মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে

নিজে বাঁচে, পরিবার বাঁচায়, দেশকে বাঁচায়।

বড়লোকের সুউচ্চ অট্টালিকা গড়ে নয়,

বাঁচায় মাটি - গ্রামের ক্ষেতে, বৃহদাকার বটবৃক্ষে।

সুরক্ষিত করে প্রাণের ভাষা - নবান্ন উৎসবে,

লোক সংস্কৃতিতে, লোক গানে।

আনে প্রশান্তি বাংলার ঘরে ঘরে,

শস্য শ্যামল সোনার ক্ষেতে।

[প্রতাপ : অনলাইন-৫] 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...