অস্তিত্বের সন্ধানে

প্রতাপ : অনলাইন-৩৯

         । পিংকী দাস ।

যেখানে অনুতাপ ঝরে নিঃশব্দ দহন হয়ে, 

ছাই করে দেয় স্বপ্নের ধ্বনিমালা। 

চোখের সামনে ঝাপসা হয়ে আসে পৃথিবী, 

আমি তাকাই, অথচ কিছুই স্পষ্ট হয় না–

আলোর মধ্যেও অন্ধকারের মতো এক বিভ্রম। 

আবেগের সমুদ্রে চলে নীরব যুদ্ধ, 

অভিযোগ সবই ডায়েরির বদ্ধ পাতায়। 

অভ্যন্তর প্রজ্বলিত হয়, 

অশ্রুর নীরব অগ্নিতে, 

তবু এই দগ্ধতা, 

একদিন হয় মহাকালীন শুদ্ধি, 

যেখান থেকে জন্ম নেয় নতুন আমি, 

ভাঙনের ভেতরেই অনন্ত স্থিতি। 

এই অস্তিত্বের অভিযান অনন্ত। 

রাতের নীরবতা ভেঙ্গে দিয়ে

মুহুর্তেরা বাঁচে নিজস্ব শর্তে। 

এ যেন অস্তিত্ব খোঁজার মিছিল

নিজস্ব পদযুগল আজ বিদ্রোহী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...