যশ

 [প্রতাপ : ১৬তম সংখ্যা]

 

। ধ্রুবজ্যোতি মজুমদার ।

 

ক্যানভাসটা কখনওই সাদা থাকেনা

আদিরও "আদি" থাকে, থাকে আধার,

সীমিত থাকে রঙ, অন্য উপাদান

স্বত্ব, রজ,তমের সীমিত কম্বিনেশন!

 

স্বাধীন শিল্প, রচনা, নেহাত  অলীক কল্পনা

সবার ক্যানভাসেই প্রারব্ধের আচড়

সৃষ্টির আত্মসুখ ক্ষণিকের নিউরন বার্স্ট মাত্র,

ক্যানভাস মুছতে পারাটাই আসল কৃতিত্ব।

 

ভোরের সূর্য, পাখির কূজন, তটিনীর কলকল

মৃদুমন্দ দখিনা হাওয়া, সবটাই কৃত্রিম,

কৃত্রিম তোমার যাবতীয় অনুভূতি।

সকল কৃতিত্বেরই শেষ বিন্দুতে----

     অর্থহীনতাই পরমগতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...