সাগরের মতো তুমি

প্রতাপ : অনলাইন-৩৪

। চয়ন ঘোষ ।

মিশে গেছো সাগরের মাঝে, হে মহানায়ক,

তুমিও ছিলে সাগরের মতো— অসীম, গভীর, এক বিশাল।

নীরব ঢেউয়ের ভাঁজে তব অনন্ত গান বাজে,

তুমি ছিলে নির্ভীক জোয়ার, তুমি ছিলে দুর্বার প্রাণ।

তুমি ছিলে স্বাধীন মুক্ত; শত শত মানুষের ভালোবাসা।

আকাশের ডাক যেমন সাগরের নীল জলে নেমে আসে,

তেমনি তোমার স্বপ্ন বুকে ধরে কাঁদছে সবাই আজ রাজপথ জুড়ে। 

তুমি হারাওনি, তুমি মিশে গেছো আজ সবার মাঝে,

এভাবেই জনতার হৃদয়ে জেগে থাকবে, চিরকাল এই ধরণীর মাঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...