অংক

[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

যোগেন্দ্র চন্দ্র দাস

। যোগেন্দ্র চন্দ্র দাস ।

সকাল বিকাল পড়ার ঘরে 

             বসি অংক নিয়ে। 

বই খুলতেই প্রশ্নরা সব

            আসে সারি দিয়ে। 

কেহ সংক্ষিপ্ত উত্তর 

         কেহ চায় প্রমাণ। 

তার মধ্যে বহু বিকল্প প্রশ্ন 

          কেড়ে নেয় প্রাণ। 

গোলক ধাঁধাঁর প্যাঁচে ভরা

জ্যামিতি, ত্রিকোনমিতি

পরিসংখ্যান, বীজগণিত আর পরিমিতি। 

সরল করা সহজ নয় 

বদমাসের নিয়ম ছেড়ে। 

সুদ কষে মাথা নষ্ট 

মগজ গরম করে। 

তবুও অংক ছাড়া 

জীবনটাই অচল।

 অংকেই রাখে হিসেব নিকেশ

         জীবনকে সচল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...