অংক

[প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)]

যোগেন্দ্র চন্দ্র দাস

। যোগেন্দ্র চন্দ্র দাস ।

সকাল বিকাল পড়ার ঘরে 

             বসি অংক নিয়ে। 

বই খুলতেই প্রশ্নরা সব

            আসে সারি দিয়ে। 

কেহ সংক্ষিপ্ত উত্তর 

         কেহ চায় প্রমাণ। 

তার মধ্যে বহু বিকল্প প্রশ্ন 

          কেড়ে নেয় প্রাণ। 

গোলক ধাঁধাঁর প্যাঁচে ভরা

জ্যামিতি, ত্রিকোনমিতি

পরিসংখ্যান, বীজগণিত আর পরিমিতি। 

সরল করা সহজ নয় 

বদমাসের নিয়ম ছেড়ে। 

সুদ কষে মাথা নষ্ট 

মগজ গরম করে। 

তবুও অংক ছাড়া 

জীবনটাই অচল।

 অংকেই রাখে হিসেব নিকেশ

         জীবনকে সচল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...