প্রতাপ : অনলাইন-৩৪
। শেখর মালাকার ।
সুরের নদী বইছে ধীরে, হৃদয় ছুঁয়ে যায়,
জুবিন গার্গের কণ্ঠস্বর, অশ্রু হাসি ছড়ায়।
তার গানে মিশে থাকে ভালোবাসার রঙ,
কখনো ব্যথা, কখনো সুখ— জীবনেরই সঙ্গ।
তারের ছোঁয়ায় জেগে ওঠে স্মৃতির ভেলা ভেসে,
প্রতিটি গানে লুকিয়ে থাকে আপন জনের বেশে।
কখনো প্রেম, কখনো বেদনা, কখনো উল্লাস,
জুবিনের গানে মেলে ধরে অনুভবের আশ্বাস।
রাতের নিস্তব্ধ অন্ধকারে, তার সুর আলো আনে,
হৃদয়ের সব গোপন কথা যেন মিশে তার গানে।
অমর থাকবে সেই সুরেলা, অশ্রুতে ভেজা ধ্বনি,
জুবিন গার্গ তুমি আমাদের চিরন্তন জ্যোতি রবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন