স্মার্ট ফোন


        রূপালী রায়

 

    মুখ গুজে বসে থাকি

    ফোনের পর্দায়

    হাসি, খুশি, দুঃখ, বিষাদ

    সবই এইখানটায়।

    পাশে বসা লোকটিরও এখন

    হয়না নেওয়া খবর,

    ফোনের পর্দায় সেই মানুষটারই

    বড্ড বেশি কদর।

    পরিবার বলো, বন্ধু বলো

    সবাই এখন ফোনে

    মন খোলে হয়না কথা

    মনের ব্যাথা মনে থাকে

    পাহাড় জমে গোপনে।

[প্রতাপ : ১৬তম সংখ্যা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...