স্পন্দন

শিপ্রা দাশ


হিমেল হাওয়া শেষে প্রকৃতি সেজেছে

বসন্তের শিমূল পলাশ ছেয়ে আছে।

 

 সতেজ গাছ জুড়ে রাঙা বাহারি ফুল

 মেঘলা বসন্তে চঞ্চল হাওয়ায় দুলদুল।

 

 ওদের প্রাণখোলা হাসি, সূর্যের কিরণে

 আনন্দে আত্মহারা স্পন্দন ক্ষণে ক্ষণে।

 

কোকিলের কুহু তানে দখিনা পবনে

 প্রেমের জোয়ার ভেসে যায় বনে বনে।

 

নীলাকাশের মন কেমন করা ইশারা

দেখেছ! ফুটে আছে রাতের তারারা।

 

 কপোত-কপোতি কাছে আসে দুজনে

 নিসর্গ আগুনের জ্বালে ভাসে আলিঙ্গনে।

 

 ফুলের গন্ধে মনমাতে অলির গুঞ্জনে

 বসন্ত আগমনে হৃদয় দোলে শিহরণে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...