পঁচিশে বৈশাখ ও বাঙালির রবীন্দ্রনাথ

রূপালী গুহ (এম এ, বি এড) 

রবীন্দ্রনাথ ও বৈশাখ মাস একে অপরের পরিপূরক। বাঙালির কাছে দুয়েরই গুরুত্ব অপরিসীম। বছরের যা কিছু পুরোনো সেসব বিদায় দিয়ে যেমন বৈশাখ সাড়ম্বরে নুতন কে বরণ করে,তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক বাঙালির রুচির নির্মাতা।

     ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ধরণীর বুকে রবির কিরণ ছড়িয়ে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মেছিলেন শিল্প সাহিত্যের দেবশিশু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জন্মদিন বাঙালির আত্মপরিচয়ে দীপ্ত হওয়া ও আগামীর পথচলার অনুপ্রেরণা সৃষ্টির এক অপরিমেয় উৎস। সেই সুবাদে আজ বাঙালি জাতি গভীর উৎসাহে ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন কোরে চলেছে কবিগুরুর জন্মদিন।বাঙালির প্রতিটি দিন ,প্রতিটি ক্ষণের মধ্যে মিশে আছেন তিনি।তাই জন্মের এত বছর পরেও শিল্প - সাহিত্যের সকল শাখাতেই দীপ্তিমান আমাদের এই বিশ্বকবি। তাঁর অফুরন্ত সৃষ্টি দিয়েই তিনি বাঙালি ও বাংলা ভাষাকে জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকতার সীমানায় পৌঁছে দিয়েছেন।যার জন্য সমস্ত বাঙালি এই বিশেষ দিন অর্থাৎ পঁচিশে বৈশাখ দিনটি উদযাপন করে কবিগুরু কে সম্মানিত করবার জন্য একবছর অপেক্ষায় থাকে। দিনটিকে ঘিরে আছে মঙ্গল শোভাযাত্রা সহ গান, নৃত্য,নাটক, যাত্রাপালা , দেখার মতো অগণন আনন্দ আয়োজন।রবীন্দ্রনাথ কে ছাড়া আজ আর বাঙলা নববর্ষ কল্পনা করা অর্থহীন।

      বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বৈশাখ মাসে হয়েছিল বলেই মাসটির প্রতি কবির যথেষ্ট টান রয়েছে। ঋতুবৈচিত্রের মধ্য দিয়ে বাঙালির প্রথাগত সংস্কৃতি পুরোনো কে বিদায় দিয়ে নুতনকে বরণ কোরে বৈশাখ মাস আসে বলেই , মাসটি কবির অত্যন্ত প্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ভাবে "এসো হে বৈশাখ" গানের মধ্য দিয়ে বৈশাখ মাসকে স্বাগত জানিয়ে ছিলেন,সে ধারা বাঙালির ঘরে ঘরে আজও অব্যাহত। কবি চেয়েছিলেন মৃত,পচা,ব্যাধি সবই বৈশাখী বাতাসে উড়িয়ে দিয়ে,নবসৃষ্টির আনন্দে মেতে উঠতে। তাই বৈশাখ আসা মানেই রবীন্দ্রনাথের আগমন।

     রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ভাবে ,বিভিন্ন রঙে আমাদের রাঙিয়ে গেছেন,তিনি যতটুকু নিয়েছেন তার চাইতে দিয়েছেন অনেক বেশী।তাই তার কাছে বাঙালি চিরঋণী। সব মিলিয়ে বাঙালির সংস্কৃতির চর্চা ও চেতনার এক অনন্য বাতিঘর হলো রবীন্দ্রনাথ।

 [প্রতাপ ঃ অনলাইন-৪]    


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...