প্রতাপ : অনলাইন-৩৪
। গোপেন্দ্র দাস ।
পৃথিবীর নিয়ম সবার জন্য সমান—
যে এসেছে, একদিন বিদায় নিতেই হয়।
মৃত্যু অমোঘ, কারো পক্ষে রোধ করা নয়,
তবুও মানুষ বেঁচে থাকে তার রেখে যাওয়া কর্মে।
ভালো কাজ, ভালো গান, ভালোবাসার সুর—
সব ছড়িয়ে দেয় চিরকালীন আলো,
আর আজও তাই আমরা দেখছি—
জুবিন দার রেখে যাওয়া অনন্ত মাধুর্য।
পুরো দেশ আজ শোকাহত,
সকল সঙ্গীতপ্রেমীর চোখে জল,
বিশ্বাস হয় না কিছুতেই—
জুবিন দা আর নেই আমাদের মাঝে!
তবুও তিনি বেঁচে আছেন—
প্রতিটি সুরে, প্রতিটি কথায়,
আমাদের হৃদয়ের গভীরে।
বিদায় জুবিন দা—
তোমার গানেই তুমি চির অমর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন