বিদ্যুৎ কায়স্থ
হে বর্ষা, প্রতিবার তোমার এই ঘন কালো মেঘ
করিতেছে কত ঘর, কত জন নিস্তানা।
হয়েছে নিশ্বঃ, হয়েছে বিশ্ব
তোমার এই প্রকোপ বলে,
তোমার এই রূপের কি করিব মূল্য নিরূপণ?
যাহা তোমার সমর্পণ।
এইতো আবার দেখি
তোমায় শরৎ বসন্তের ফুল্য পুষ্প মুখরিত।
এইতো আবার দেখি
তোমায় আষাঢ়ে বরিষায় তর্জনে
এই যে সিংহের গর্জনে ।
কত নিবোধ শিশু কান্না আনন্দ
কেটেছে শৈশব কেটেছে বাল্য।
এইতো আবার দেখি
কত জনপদ, কত জনমত
তোমার এই ধরাতলে।
হয়েছে নিঃস্ব তোমার এই প্রকোপ বলে
কেঁদেছে কত কিষান,রয়েছে কত দৃশ্য!
কেঁপেছে ভুবন, ডুবছে ফসল,
ডুবেছে ভুবন, ডুবেছে আত্নমান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন