প্রতাপ : অনলাইন-৩৪
। সুরজ শুক্লবৈদ্য ।
এ শতকের মহামানব,
তুমি কেন চলে গেলে আমায় ছেড়ে?
মায়াবিনী রাতের পরে
প্রভাত হলো না কেন?
সাগরের ঢেউ আজি
তোমায় গিয়ে চুপ কেন?
তুমি শূন্য এ ধরা,
তুমি-বিহীন কেমনে চলে?
কত কী সেই হাসি-ঠাট্টা,
আজ তা নীরব ছলে।
রাস্তায় রাস্তায়, ভিড়ে ভিড়ে
সবাই কাঁদছে হাউ হাউ করে।
অশ্রুভরা গ্রাম-শহর
হাঁটছে মোমের বাতি নিয়ে।
সবাই গাইছে মায়াবিনী,
হিল্লোল করছে তটিনী।
আকাশ-বাতাস অপেক্ষায়—
কবে যে আবার উঠবে তুমি চিরনিদ্রা থেকে,
গাইবে মায়াবিনী।
তুমি তো জাতিহীনা, ধর্মহীনা,
তুমি ছিলে মুক্ত এ খোলা আকাশে।
তুমি যে প্রতিবাদী—
তুমি কেন সরব হলে না
এ মৃত্যুর সঙ্গে?
আজ কেন নিজ শয্যায় শুয়ে আছো
আমাকে কাঁদিয়ে?
হে শিল্পী,
তোমা বিনা আমি অপূর্ণ।
কত যে ভাষায় গান উপহার দিলে,
পাশে ছিলে আমার সুখে-দুঃখে—
আজি কেন আধারে?
ব্রহ্মপুত্রও তোমায় খুঁজে,
সকাল-সন্ধ্যাও একই খুঁজে।
তুমি রবে গরবে আজীবন
আমার বুকে—
হে আমার প্রিয় হিয়ার আমঠু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন