আশা

 

[প্রতাপ : অনলাইন-৮]

 

    । প্রমিলা দাস ।


আশায় ভরা মধুময় জীবনে

     মানুষ আশায় বাঁচে 

আশা আছে বলেই সবার জীবন

     আনন্দে খুশিতে নাচে।

দুঃখ কষ্ট জোয়ার ভাটা কতই আছে

     পৃথিবীতে চলার পথে,

তবুও যে মানুষ হাল ছাড়েনা

    সহস্র আশা থাকার সাথে।

জরা মৃত্যু দুঃখ কষ্ট অনিশ্চয়তা 

     নানা আশঙ্কা জাগায়,

আমরা তবু সাহস রাখি

     তাতেই জীবন মধুময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...