আনওয়ারুল হক বড়ভূইয়া
তোমাকে আমি 'আহব' বলেই ডাকব
--- আনওয়ারুল হক বড়ভূইয়া
সময় কি ডাকতে দেবে দ্বিতীয় বা তৃতীয় শিরোনামে
যদিও মানুষ হাটে শেয়ালের পায়ে
এখন আর বাড়িতে ওঠান হয় না
অথবা ওঠানের কি কাজ !
বাইরে কিন্তু সমাজসম্মত তো আছিই
তবুও আমার হৃদপিণ্ডটা রোজ খায় জুপিটারের ঈগল
শিশুর মুখ দেখলে বড় কষ্ট হয়
প্রতিটা আলোই আজ চরম বিতর্কিত
আমার বাবার মৃত্যুর জন্য আমিও প্রার্থনা করছি
নৈকট্যে চুরি হয় তর্জনীর ছাপ
অন্যের মত তুমিও চাইলে আমাকে
অন্য কোনও নামে ডাকতে পারো জায়গা বুঝে
শুধু এক নামে থাকি না আর আমি
অন্য নামেও বাস করি কিন্তু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন