বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

প্রতাপ এর পূজা সংখ্যা ১৪২৫ প্রকাশিত হল

প্রকাশিত হল সমাজ ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'প্রতাপ' এর পূজা সংখ্যা ১৪২৫। শৈলেন দাসের সম্পাদনায় শিলচর মালিনী বিল থেকে প্রকাশিত ছোটকাগজটির উন্মোচন উপলক্ষে ১৭ই অক্টোবর ২০১৮ মহাঅষ্টমীর দিন বিকাল ৪টায় শিলচর কালিবাড়িচরের  সার্বজনীন দুর্গা পূজা কমিটির পূজা মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যানুরাগী মানুষের উপস্থিতিতে কবি স্মৃতি দাস, বিশিষ্ট সমাজকর্মী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামল দাস, 'প্রতাপ' এর পৃষ্ঠপোষক বিমল দাস এবং স্থানীয় বিশিষ্টজন রবীন্দ্র দাস সম্মিলিতভাবে 'প্রতাপ' এর আবরণ  উন্মোচন করেন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অষ্টমী দাস। স্বরচিত কবিতা পাঠ করেন সানি ভট্টাচার্য, সুশীল দাস, রাজু দাস, পবিত্র গঞ্জু, বিমল দাস, জয়মনি দাস, বাবুল চন্দ্র দেব, স্মৃতি দাস ও শৈলেন দাস। একক নৃত্য পরিবেশন করেন নীহারিকা দাস। অন্যান্যদের মধ্যে নৃত্য পরিবেশন করেন সুমিতা দাস, প্রিয়া বৈষ্ণব, সরস্বতী দাস, আরতি দাস এবং জয়া দাস। সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাকে বিমোহিত করেন তরুণ গায়ক রাজমোহন দাস এবং শিক্ষক জয়ন্ত দাসের লোকসঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়।
সভায় উপস্থিত সবাই 'প্রতাপ' এর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে বৃহৎ পরিসরে প্রকাশিত করার জন্য সম্পাদককে উৎসাহিত করে সবরকমের সহযোগিতা করার কথা বলেন। তরুণ কবি জয়মনি দাসের সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে নিজের কবিতা সংকলন 'শেষ রাতের আলো' উপস্থিত কবিদের হাতে তুলে দেন কবি বাবুল চন্দ্র দেব।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...