মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নাগরিকত্ব




।। ধ্রুবজ্যোতি মজুমদার।।

এই যে আমি আছি
রক্ত-মাংস-হাড়ে গড়া
জলজ্যান্ত তোমার সামনে
অখন্ড সত্য আমার অস্তিত্ব?!
কোন কোণ থেকে কি
আমাকে মনে হয় ভিনগ্রহী?
ভিন্নত্বটা ঠিক কোথায় বলো?
জন্মগত আমার নাগরিকত্ব।।
আমি জন্মসূত্রে নাগরিক এই পৃথিবীর
পুরো অধিকার বায়ু-মাটি-জলে,
তোমরা কে হও
দাগ কেটে ছিনে নেওয়ার
ঈশ্বর প্রদত্ত সত্ত্ব?!!
বুড়ো খোকার দল-
তোমাদের মানচিত্রে আমার আগ্রহ নেই
শুধু জেনে রাখো-
প্রাণী মাত্রেই বসুধার বাসী
এর বেশী জানতে চাই না-
কোন ভারী ভারী স্বার্থান্ধ কুট তত্ত্ব।।

রবিবার, ২৯ মে, ২০২২

মরুভূমি শ্মশান



[প্রতাপ, পঞ্চম সংখ্যা]

।।প্রসেনজিৎ দাস।।

আজ মাথা ঘুরে কান্ড দেখে
আকাশ ছুঁয়ে গেছে আগুনে
সন্ত্রাসের ত্রাসে আলোড়ন জাগে
সমস্ত বিশ্ব ভুবন জুড়ে।
ভয়ে পরাণ কাঁপে থরথর
যেভাবে মানুষ হারাচ্ছে হুশ
একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে
হিংসার আগুনে পুড়ে কালাহারি
মরুভূমি অথবা মণিকাঞ্চনের মত
শ্মশানের রূপটা পড়ে থাকবে শুধু
মাটির 'পরে নিরব আর চুপ।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...