বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

প্রতাপ এর পূজা সংখ্যা - ১৪৩১ প্রকাশিত

 


প্রকাশিত হল সমাজ ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ প্রতাপ এর পূজা সংখ্যা ১৪৩১। ৬ অক্টোবর রবিবার দুপুর ১১ ঘটিকায় আশ্রম রোডের নেতাজি লেনে অবস্থিত সম্পাদক শৈলেন দাসের নিজ বাসভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি শিবানী গুপ্ত, সমাজকর্মী কুলেন্দ্র দাস, সুনীল রায়, শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস, কবি অভিজিৎ পাল ও স্মৃতি দাস একযোগে ছোটকাগজটির আবরণ উন্মোচন করেন। এবারের সংখ্যায় রয়েছে আটত্রিশ জনের কবিতা, তিন জনের গল্প ও দুজনের প্রবন্ধ। প্রচ্ছদ এঁকেছেন গুয়াহাটির সুপরিচিত চিত্রকর শুভজিৎ পাল। প্রতাপ এর নিজস্বতা বজায় রাখতে গিয়ে এই সংখ্যাটিতে গ্রাম বরাকের নতুন লেখকদের যেমন সুযোগ দেওয়া হয়েছে ঠিক তেমনি শিলচর ও করিমগঞ্জ এর প্রতিষ্ঠিত লেখকদের লেখা ও রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের একজন এবং ত্রিপুরার দুজন স্বনামধন্য কবির কবিতাও রয়েছে।

প্রতাপ এর এই পূজা সংখ্যা উন্মোচন উপলক্ষে সৃজনশীল উদ্দীপনা ও আত্মবিশ্বাস তথা অমলিন আগ্রহ ও আবেগ নিয়ে সাহিত্যচর্চায় ব্রতী চাতলা হাওরের হরিনগর গ্রামের বাসিন্দা শিক্ষিকা প্রনিতা দাসকে উদীয়মান কবি হিসাবে সম্মাননা প্রদান করা হয়। নিজের সৃজনশীল সাহিত্যকর্মের পাশাপাশি বরাকের সাহিত্য আঙ্গিনায় গুটিগুটি পায়ে এগিয়ে চলা প্রতাপকে জন্ম লগ্ন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সৃজনী সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মৃদুলা ভট্টাচার্যকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উত্তরীয় দিয়ে বরণ করার মাধ্যমে সম্মান জানানো হয়।

এদিনের অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সুখেন দাস রঞ্জন কুমার বনিক সুস্মিতা দাস চৌধুরী রূপালী রায় অভিজিৎ দাস মানবেন্দ্র চক্রবর্তী জয়ন্তী দত্ত রাহুল দাস সুরাজ কুমার নাথ সুজিতা দাস সুরোজ শুক্লবৈদ্য সুচরিতা দাস পায়েলিয়া চক্রবর্তী সুমঙ্গল দাস শ্যামলী ভট্টাচার্য পাল সুকান্ত দাস সঙ্গীতা দেব রাজু দাস শংকর চন্দ্রনাথ নীলাদ্রি ভট্টাচার্য গোপেন্দ্র দাস সানি ভট্টাচার্য আনোয়ারুল হক বড়ভূঁইয়া চয়ন ঘোষ ড. অর্পিতা দাস আব্দুল হালিম বড়ভূঁইয়া ও শৈলেন দাস। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কুলেন্দ্র দাস শিবানী গুপ্ত সুজিত দাস সুনীল রায় নিতিশ দাস অভিজিৎ পাল যুগেন্দ্র চন্দ্র দাস স্মৃতি দাস মৃদুলা ভট্টাচার্য প্রনিতা দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপের সম্পাদক শৈলেন দাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...