ভালোবাসার জলছবি

ড. অর্পিতা দাস






প্রতাপ : অনলাইন-২২ ]

। ড. অর্পিতা দাস ।

দিন দিন ফ্যাকাসে হচ্ছে ভালোবাসার রং,

গোলাপও আজ রং পাল্টে

ক্যাকটাসে রূপ নেয়।

হৃদয়ের স্পর্শের অনুভূতি অনুধাবনের,

আজ সময় যে অতি অল্প,

যান্ত্রিক সময়ের চাপের আঘাতে আজ

মানুষ যে বড়ই অনুভূতিশূন্য।

ভালোবাসার, ভালোলাগার জায়গা

আজ অনেকটাই বিকৃত।

কী হবে এতো কঠিন, রূঢ় বাস্তবতার সাথে চলে?

যেখানে প্রেম নির্লিপ্ত হয়ে বাসা বাঁধে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...