ভালোবাসার জলছবি

ড. অর্পিতা দাস






প্রতাপ : অনলাইন-২২ ]

। ড. অর্পিতা দাস ।

দিন দিন ফ্যাকাসে হচ্ছে ভালোবাসার রং,

গোলাপও আজ রং পাল্টে

ক্যাকটাসে রূপ নেয়।

হৃদয়ের স্পর্শের অনুভূতি অনুধাবনের,

আজ সময় যে অতি অল্প,

যান্ত্রিক সময়ের চাপের আঘাতে আজ

মানুষ যে বড়ই অনুভূতিশূন্য।

ভালোবাসার, ভালোলাগার জায়গা

আজ অনেকটাই বিকৃত।

কী হবে এতো কঠিন, রূঢ় বাস্তবতার সাথে চলে?

যেখানে প্রেম নির্লিপ্ত হয়ে বাসা বাঁধে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...