প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২
। শান্তশ্রী সোম ।
কনকনে শীতে,
মোলায়েম শ্বেতশুভ্র তুষারে মোড়া
ইউক্যালিপটাস গাছে,
এখন পাতাঝরার গান।
সাদাম্পটন বা মেলবোর্ন,
সিমলা কিম্বা ঘুম; সতেজ,
চনমনে,
ভরা বর্ষার ঋতুমতী ঝুমঝুম কিশোরী-----
এখানে আপনমনে গেয়ে যায় না
ভোরের বৈতালিক।
শীতের অতি সূক্ষ্ম
অথচ নিরেট হিমেল জীবাশ্ম,
মৌসিনরাম চেরাপুঞ্জি ছুঁয়ে.......
অতোটা দূরে-----
পৌঁছনোর আগেই ;
থর,
সাহারার তপ্ত দীর্ঘশ্বাসে হারিয়ে যায়
পাললিকের ভাঁজে ভাঁজে।
মেঘলা সূর্যেরা
বিকেলের ধূসর আলোয়
বিধবার বহু ব্যবহারে
পলি পড়া সাদা থানে
মুখ লুকোয়।
গনগনে আঁচ আজ নিরুপায়,
নির্বাক চোখে খোঁজে
ভাঙনের গান।
না আশার আলো?
লেংচে ফেরা
প্রশ্নেরা
সার বাঁধে।
গলা মেলায়......
জীবনের সন্ধানে।।
গাঙুরের বেহুলা!! !!!!!
না ভেলায় ভেসে যাওয়া.......
জীবাশ্মের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন