বসন্ত


প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

       বসন্ত

  সানীভট্টাচার্য

বসন্ত মানেই শীত- শেষ,

বসন্ত মানেই ঋতু বিশেষ।

বসন্ত মানেই রং খেলা,

বসন্ত মানেই হৃদয়ের মেলা।

বসন্ত মানেই কোকিলের ডাক,

বসন্ত মানেই প্রেমের আবির্ভাব।

বসন্ত মানেই প্রকৃতির শৈশবের দর্পন,

বসন্ত মানেই প্রকৃতির শোভা- তর্পণ।

বসন্ত মানেই

কিশোরদার কোনো রোমান্টিক গান,

বসন্ত মানেই

হৃদয়ে শোনা যায় ভালবাসার আজান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...