। সানীভট্টাচার্য ।
বসন্ত মানেই শীত- শেষ,
বসন্ত মানেই ঋতু বিশেষ।
বসন্ত মানেই রং খেলা,
বসন্ত মানেই হৃদয়ের মেলা।
বসন্ত মানেই কোকিলের ডাক,
বসন্ত মানেই প্রেমের আবির্ভাব।
বসন্ত মানেই প্রকৃতির শৈশবের দর্পন,
বসন্ত মানেই প্রকৃতির শোভা- তর্পণ।
বসন্ত মানেই
কিশোরদার কোনো রোমান্টিক গান,
বসন্ত মানেই
হৃদয়ে শোনা যায় ভালবাসার আজান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন