প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২
। অনন্যা ভট্টাচার্য ।
ভোরের নীল শিরায়
আবৃত সফেদ কুয়াশা
যেন দার্শনিকের অনন্ত নোটবুক,
সব রেখাই হয় প্রশ্নচিহ্ন
অনন্তের বুকে অপার বিস্ময়।
কাশফুলের সাদা রঙে
ভাষা বিলীন হয়ে যায়
শব্দের মৃত্যুশয্যা শূন্যের অতল ছায়ায়
একাকী মিশে যায়।
শিউলি গন্ধ এক গোপন আহ্বান
শুভ্র মেঘ অপাঠ্য সংকেত
তবুও পৃথিবী নিজেকে সাজায় বারংবার
মাটির বুকে জাগে শান্ত প্রার্থনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন