। আগমনী ।
ঢাকের সুর বাজে, কাঁপে আকাশ বাতাস,
মহালয়ার সুরে জাগে শিউলির
সুবাস।
আলপনায় রঙ তোলে বালুকার বুকে,
আসছেন মা দুর্গা, দেবী সিংহের পিঠে।
গ্রাম-শহর ভরে ওঠে আলোর
মেলায়,
শিশুরা খুশি হয়ে মাতে নতুন
খেলায়।
প্রাণের টানে মানুষ ভুলে সকল
ব্যথা,
অশুভ মুছে যায়, জাগে শুভশক্তির কথা।
শক্তির ধ্বনি তোলে আগমনী গান,
আশায় ভরে ওঠে প্রতিটি প্রাণ।
দুঃখের আঁধার ভেঙে আসে আলোর
ছোঁয়া,
ভক্তের হৃদয়ে জাগে শান্তির
ব্যাকুলতা।
মা আসেন বাঁচাতে, দিতে মমতার দান,
ভ্রাতৃত্বের বাঁধেন সব—মুছে বিভেদের টান।
আশীর্বাদের ছোঁয়ায় ঘুচে
যায় সকল ভয়,
হৃদয়ে প্রেম জাগে—নতুন আনন্দময়।
দুর্গোৎসব হোক ভ্রাতৃত্বের
উৎসব,
ঘৃণাকে ভুলি, জাগাই মানব-স্বপ্ন।
আগমনী সুরে আসুক নতুন আলো,
শক্তি দিক মা দুর্গা—ভালোবাসাই ভালো।
। রাখিও তোমার শরণে ।
হে প্রভু, রাখিও আমায়
তোমার চরণতলে,
ভুলের আঁধার ঢেকে দিলে
জাগিও আলোর বলে।
তোমার পথে চলার আশায়
পা বাড়াই বারবার,
সংসারের কঠিন ঝড়ে
চাই তোমার দয়া বারবার।
নিঃস্ব হলে দিও শক্তি,
ভরাও সাহস-আত্মা,
সত্যের দীপ জ্বালাও প্রভু,
মুছে যাক সব ভ্রান্তা।
অভিমানী এই হৃদয়ে
ভরিয়ে দিও ভালোবাসা,
তোমার করুণায় যেন
ফুটে ওঠে শান্তির ভাষা।
এই মিনতি তোমার তরে—
ভুলের পথে যেন না যাই,
তুমি করুণাময়, তুমি জগতপিতা,
রাখিও তোমার শরণে, যেন পথ না হারাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন