রাজা ভীমের প্রতি

প্রতাপ : অনলাইন-৩৬

          । শৈলেন দাস ।

হে রাজন,

রামপাল এবং তার মিত্রদের

অসম আক্রমণের বিরুদ্ধে

তোমার অসীম পরাক্রম এবং বীরত্ব

কৈবর্ত যোদ্ধাদের যেভাবে

উদ্বুদ্ধ এবং উজ্জীবিত করেছিল

তাতে তোমার আত্মবিশ্বাস কি এতটাই

দৃঢ় এবং প্রগাঢ় হয়েছিল যে -

দৈবক্রমে বাম চক্ষু তীরবিদ্ধ হয়ে

তুমি যখন শত্রুদের হাতে বন্দী হলে,

তোমার হাত দুটি পেছনে বেঁধে

অহিংসার অনুসারীরা বধ্যভূমিতে

তোমার সামনে এক এক করে

পৃথিবীর সমস্ত ক্রূরতাকে হার মানিয়ে

তোমার বংশজদের হত্যা করছিল

তখন কি তুমি ভেবে ছিলে 

তোমার সুহৃদ হরি এবং অন্য কৈবর্তরা 

প্রবল পরাক্রমে শত্রুদের প্রত্যাহ্বান জানাবে?

মুক্ত করে নেবে তোমাকে?

শেষ রক্তবিন্দু দিয়েও অক্ষুন্ন রাখবে

ন্যায় এবং সুশাসনের প্রতীক কৈবর্ত রাজত্ব?

যুদ্ধবন্দীর প্রতি ন্যূনতম সৌজন্য না দেখিয়ে

অকুতোভয় তোমার সিংহ-গর্জন রোধ করতে

যখন চৌদিক থেকে সহস্র তীর ছোঁড়া হচ্ছিল 

তখন কি তুমি জানতে বা বুঝতে পেরেছিলে 

অর্থ এবং ক্ষমতার কাছে নতজানু হয়ে 

তোমার সুহৃৎ এবং স্বজনরা, ভয়ে 

শত্রুর আনুগত্য স্বীকার করে নিয়েছে?

মৃত্যুর আগ মূহুর্তেও কি তোমার ডান চক্ষু

ঘৃণা এবং গ্লানি নিয়ে খুঁজছিল

তোমার এই করুন পরিণতি দেখতে

শত্রুর সাথে সখ্যতা করা হরি কোথায় দাঁড়িয়ে?

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...