। আব্দুল হালিম বড়ভূইয়া ।
নদী বহে চলে নিরন্তর তার অনুকূল
গতিতে
কখনও বা গতি বদলায় আপন খেয়াল
খুশিতে
বহমান সুবিধায়
নদী নীরবে এপার ভাঙ্গে ওপার গড়ে
এটাই নদীর নিজস্বতা
নদী মানুষের আহ্বানে সাড়া দেয়
না
কারো কথাও শুনে না
মানুষ স্বার্থান্বেষী
নদীকে ব্যবহার করে বহুলাংশে
আর নদী যখন লোকালয়
কিংবা মাঠ ঘাট ছিনিয়ে নেয়
তখন দোষে নদী নাকি অন্ত্যজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন