অন্ত্যজ

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২  

   আব্দুল হালিম বড়ভূইয়া

নদী বহে চলে নিরন্তর তার অনুকূল গতিতে

কখনও বা গতি বদলায় আপন খেয়াল খুশিতে

বহমান সুবিধায়

 

নদী নীরবে এপার ভাঙ্গে ওপার গড়ে

এটাই নদীর নিজস্বতা

নদী মানুষের আহ্বানে সাড়া দেয় না

কারো কথাও শুনে না


মানুষ স্বার্থান্বেষী

নদীকে ব্যবহার করে বহুলাংশে

আর নদী যখন লোকালয়

কিংবা মাঠ ঘাট ছিনিয়ে নেয়

তখন দোষে নদী নাকি অন্ত্যজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...