কাকতালীয়

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২  

। সত্যজিৎ নাথ ।

            পিতৃপক্ষে তর্পণ করতে এবারও অন্নপূর্ণা ঘাটে এসেছে মানব। গতবার প্রথম এসেছিল বড়দার সংগে নিজে আগ্রহী হয়ে।  এর আগে বড়দাই আসত শুধু বছরের এই বিশেষ সময়টাতে বাবা ও বাকিদের উদ্দেশ্যে তর্পণ করতে। বাবা নেই আজ সাত বছর হতে চলল, বড়দা অনেকটাই পুষিয়ে দিয়েছে সে ক্ষতি।

         তবে এবার একটু বেশিই সতর্ক মানব। সংগে আনা ছিপ-কুশা একবারের জন্যও চোখের আড়াল করছে না, বড়দা খুব রাগ করেছিল গতবার ছিপ-কুশার কোনও একটা হারিয়ে যাওয়াতে। রেগেমেগেই বলেছিল - "এই কটা জিনিস সামলাতে পারলি না। জানিস তর্পণে আনা কোনও জিনিষ হারাতে নেই, হারালে তোরও কোনও প্রিয়জন হারিয়ে যাবে পৃথিবী থেকে চিরতরে।"

            অতটা আমল দেয়নি মানব বড়দার কথার সেদিন। তবে আজ খুব মনে পড়ছে আর তাই সাবধান হয়ে আছে কারণ একটা নাম বেড়ে গেছে এবার  তর্পণ প্রাপকদের তালিকায়, বড়দার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...