প্রিয়তমা
প্রিয়তমা তুমি ছিলে অচেনা,
তোমার সাথে আমার আগে
কখনো হয়নি দেখা ।
না হয়েছে ফোনে কথা
তবুও আজ তুমি বাপের
বাড়ি গেলে আমার হৃদয়ে
হয় অনেক ব্যথা।
পরিবারের সদস্যরা দিয়েছেন
আমাদের বিয়ে,
আমি বড়ো চিন্তায় ছিলাম
কি করে সংসার করবো
তোমায় নিয়ে।
আজ আমাদের বিয়ের
ছ'মাস পূর্ণ হল
এখন মনে হয় তুমি ছাড়া
শরৎ এলো
শরৎ এলো, মনে দোলা দিল
প্রাণে পেল সাড়া।
শিউলি, জুঁই, কাশফুলের
সৌরভে মেতে ওঠে পাড়া।
আমন ধানের সোনালী রঙে,
সোনার হলো গ্ৰাম।
শরতের হিমেল বাতাসে,
জুড়ায় সবার প্রাণ।
মহালয়ার ভৈরবী সংগীতে,
জাগে প্রাণে রাগিনী।
অপার স্নেহের বন্ধন নিয়ে,
ফুটে কমল-কামিনী।
ঋতুর রানী শরতের আগমনে,
ঢাকে পড়ে কাঠি।
বিদেশে যারা ছিল ,
সবাই ফেরে দেশে ।
মা দুর্গার আগমনের
দেরি নেই তো আর।
শিউলি ছোঁয়ায় জাগে প্রাণে
আনন্দ অপার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন