কিস্তি

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

আদিমা মজুমদার

কবিতা লিখার ডায়েরি ভরে যায়

ঘরের কিস্তি গাড়ির কিস্তি

এডুকেশন কিস্তি...

মোবাইল খুললে শুধু ই এম আই!

বন্দন ব্যাংকের পাপু শুক্রবার আসবে বলে

বৃহস্পতিবার রাতে বারবার ঘুম ভেঙে যায়।

পাড়াতুতো ভাগিনা কিছু টাকা পায়

মেয়ের বিয়ে যখন পণ ছাড়া হচ্ছিল না...

সে কিস্তিও বাকি।

একজন নার্সের মাসিক উপার্জন

বিয়োগ  চার ভাগের তিন।

বুকের পিঞ্জিরায় স্বপ্নেরা নাড়াচড়া করে,

 দেনার দায়ে জমি গেল সোনা গেল মান গেল

অর্ধমৃত মধ্যবিত্ত জীবন,

স্বপ্ন গৃহস্থালি কিস্তি নিয়ে

আপন আনন্দে বিভোর।

দাম্পত্য যৌনতার অসমতার মত

তির তির করে বয়ে যায় দুঃখ নদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...