সব মানুষ, মানুষ হবে

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

       হরপ্রসাদ কর্মকার

ভাঙ্গা সেতুর মতো দাঁড়িয়ে আছে সময়

মানুষ আশ্রয় খুঁজছে, মানুষ পরিচয় খুঁজছে।

অথচ আকাশে তার অনিশ্চয়তার মেঘ

তবু বুকে তার আশা ভরসার দোদুল দোল।

 

রাস্তায় ভিড়। ক্লান্ত চোখে নিঃসঙ্গতা...

শব্দের ভেতর লুকিয়ে আছে নীরবতা।

যন্ত্রের শহরে আমরাও যান্ত্রিক হয়ে উঠেছি

মানুষ নিরাপত্তা খুঁজছে, মানুষ মানুষ খুঁজছে।

 

অর্থহীন প্রতিযোগিতায় জনতার ছোটাছুটি

রাস্তায় ভিখারি। চাউনিতে তার ক্ষুধার গান।

এ প্রজন্মে প্রেম ভালোবাসা এখন সংখ্যার খেলা

রাজনৈতিক দূষণের কবলে শিক্ষা ও স্বাস্থ্য।

 

তবুও ভোর হবে, জেগে উঠবে সবুজ সকাল

নবযুগ আসবেই, সূর্যোদয়ের অপেক্ষায় আমরা।

হাতে হাতে জ্বলে উঠুক মানবিকতার মশাল

নিশ্ছিদ্র নিরাপত্তায় সব মানুষ, মানুষ হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...