আমার বিড়ম্বনা ২২

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

     শতদল আচার্য

তোমার অষ্টাদশী মেয়েটাকে দেখলেই

তোমার কথা মনে পড়ে।


মেয়েটির হাঁটা চলা, কথা বলা

সব কিছুতে তোমার ছবি।


তোমার অষ্টাদশী মেয়েটার চাওনিতে

টুকরো টুকরো অজস্র কথা আর স্মৃতিচিহ্ন।


আম গাছটার নীচে

ট্রান্সপোর্টৈর মাঠ

বিকালে দিগন্ত ছোঁয়া আকাশ

কত না কিছু ভেসে আসে।


জানো জীবন তো এক সামুদ্রিক নৌকা

বাতাসে ভাসে আর ডুবেও যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...