শাকম্ভরী

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

রাণা চক্রবর্তী

ব্রহ্মার বরে

দুর্গমাসুর বেদজ্ঞান লাভ করে

তার কুফল

বিপ্রগণ বেদমন্ত্র বিস্মৃত হোন।

ঋষিরা যজ্ঞে

অসমর্থ আহুতি প্রদানে।

হয় যজ্ঞ বন্ধ

অনাবৃষ্টিতে শস্য উৎপাদন নষ্ট

ধরণীতলে দুর্ভিক্ষ

ঋষি, বিপ্র মহামায়ার শরণাপন্ন

করলেন দেবী আশ্বস্ত

আপন দেহে শাক উৎপন্নে ব্যস্ত

রক্ষা করলেন তিনি

সর্বলোক আর ধরণী

সেই থেকে পূজিতা

জগতপালিনী শাকম্ভরী মাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২)

সম্পাদকীয়  … শরতের আকাশে মেঘের ভেলা ,  দিগন্তে কাশফুলের শুভ্র হাসি —  যেন বাংলার মাটিতে ফিরে আসে এক চিরন্তন প্রতীক্ষার ঋতু। ঢাকের আওয়াজ , ...