![]() |
টুকলু দাস |
। টুকলু দাস ।
নতুন রে তুই নতুন তুই
নতুন করে দিস আলো,
আমার বেলায় তুই কেন করিস
সকল দিক কালো?
নতুন রে তুই নতুন তুই
এই জগতের আলো,
সবারে তুই বাঁচতে শিখাস
রক্তিম রঙের আলোয়।
নতুন রে তুই নতুন তুই
শোনরে আমার কথা,
অসহায়ের মুখে হাসি ফুটিও
দিও না তাদের ব্যাথা।
নতুন রে তুই নতুন তুই
সাহস যোগাস তারে,
অন্যায়ের প্রতিবাদে রুখতে
ভাষ্যহীন যে।
নতুন রে তুই নতুন তুই
তুইতো জ্ঞানের আলো,
নতুন জ্ঞানে করিস রে তুই
সবার জগৎ ভালো।
নতুন রে তুই নতুন তুই
নতুন করে দেখাস স্বপ্ন,
সবার যেনো হয় সব সাধনা
এইতো মোর ব্রত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন