। পল্লব দে ।
শূন্য থেকে মহাশূন্যে যেতে হলে হরণ,
যদি না হয় সুদূর প্রসারী, তবে সম্ভাব্য মরণ।।
শূন্য যখন ভাজক, ভাগফল বহু দূর,
শূন্যের খেলাতে সবার দর্প চূর।।
{১÷০=অসীম}
ভাজ্য যখন শূন্য ছাড়া, ভাজক শূন্যহীন সর্ব,
ভাগফলে যায় অস্তিত্ব সবার, থাকে কেবল ভারতের গর্ব ।।
{০÷১=০}
শূন্য বলে আমিই যদি আমাতে করি হরণ,
পাবে না সদুত্তর সবই অকারণ।
{০÷০=অনির্ণেয়}
থামো থামো বলে উঠে সুলক্ষণ স্বাভাবিক,
হই যদি আমি ভাজক পাবে সঠিক দিক ।।
হেসে হেসে শূন্য বলে আমিই আবার হবো ফল,
যতই না করো হরণ, শূন্যই ভাগফল।
{০÷স্বাভাভিক সংখ্যা=০}
বিবেক বলে -
শিখেছি মোরা , সম সংখ্যার হরণ হয়,
আসে যে ভাগফল একম্ অদ্বিতীয়।
তবে দ্বিমতের কেন হয় যে প্রকাশ,
ভাজকেতে ইক্ষনে গম্য হয় দৃষ্টতার পরিহাস।।
দ্বিধা দ্বন্দ মেটাতে সময়ের অপেক্ষা,
গণিতের যাদুতে বিভোর অনির্ণেয়র দীক্ষা।
Very nice
উত্তরমুছুনধন্যবাদ স্যার 🙏🏻
মুছুনবাহ্ অপূর্ব অঙ্কের খেলা ।
উত্তরমুছুনধন্যবাদ স্যার,
মুছুন