মহাশূন্য

 

                । পল্লব দে ।


শূন্য থেকে মহাশূন্যে যেতে হলে হরণ,

যদি না হয় সুদূর প্রসারী, তবে সম্ভাব্য মরণ।।

শূন্য যখন ভাজক, ভাগফল বহু দূর,

শূন্যের খেলাতে সবার দর্প চূর।।

 {১÷০=অসীম}


ভাজ্য যখন শূন্য ছাড়া, ভাজক শূন্যহীন সর্ব,

ভাগফলে যায় অস্তিত্ব সবার, থাকে কেবল ভারতের গর্ব ।।

{০÷১=০}


শূন্য বলে আমিই যদি আমাতে  করি হরণ,

পাবে না সদুত্তর সবই অকারণ।

{০÷০=অনির্ণেয়}


থামো থামো বলে উঠে সুলক্ষণ স্বাভাবিক,

হই যদি আমি ভাজক পাবে সঠিক দিক ।।

হেসে হেসে শূন্য বলে আমিই আবার হবো ফল,

যতই না করো হরণ, শূন্যই ভাগফল।

{০÷স্বাভাভিক সংখ্যা=০}


বিবেক বলে -

শিখেছি মোরা , সম সংখ্যার হরণ হয়,

আসে যে ভাগফল একম্ অদ্বিতীয়।

 তবে দ্বিমতের  কেন  হয় যে প্রকাশ, 

ভাজকেতে ইক্ষনে গম্য হয় দৃষ্টতার পরিহাস।।


দ্বিধা দ্বন্দ মেটাতে সময়ের অপেক্ষা,

গণিতের যাদুতে বিভোর অনির্ণেয়র দীক্ষা।

৪টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...