ইংরেজি নববর্ষ ও মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ী ও কলম চাষীদের।
ইতি -
শৈলেন দাস (সম্পাদক)
![]() |
সূর্যসেন দেব |
। সূর্যসেন দেব ।
“পৌষ তদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়” ---
![]() |
রামেন্দ্র দাস |
অবসান
। রামেন্দ্র দাস ।
গধুলীর রক্ত আভা
পূরবী রাগে
দিনের অবসান।
পান্ত পাখির কাকলি
ফুলায় ফেরা ডানার শব্দ
![]() |
পল্লব দে |
। পল্লব দে ।
শূন্য থেকে মহাশূন্যে যেতে হলে হরণ,
যদি না হয় সুদূরপ্রসারী, তবে সম্ভাব্য মরণ।।
শূন্য যখন ভাজক ,ভাগফল বহু দূর,
শূন্যের খেলাতে সবার দর্প চূর।।
![]() |
রণবীর পুরকায়স্থ |
। রণবীর পুরকায়স্থ ।
লোকটা ছোটো শহরের ছাপোষা বাস্তুকার। সে স্বার্থপর কিন্তু বেশ টিপটপ।সে একা থাকে, কাউকে ধারেকাছে ঘেঁসতে দেয় না। সুখেই থাকে। সে লেখালেখিও করে, মানুষের মন নিয়ে কত অনুসন্ধান। ত্রুটিহীন নির্ভুল মানুষ সাজাতে চায়, পারে না। মনের ভাব প্রকাশে সঠিক বাক্য লিখতে পারে না পরিপাটি। তাই টিপটপ হওয়ার, অনুপম হওয়ার খেসারত দিয়ে তার বউও পালায় বাড়ি থেকে। পুরো গল্পটি পড়ুন ❤
![]() |
শৈলেন দাস |
হাওরের কন্যার কবিতা
। শৈলেন দাস ।
সূর্য দেয় আলো আমায় বাতাস যোগায় বল
বাবার আদর আমার কাছে হাওরের শীতল জল
হাওর আমার মায়ের মত প্রকৃতি হল সখী
বোরো ধানের গন্ধ আমি বুকে ধরে রাখি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন