। সুজিতা দাস ।
আসাম রাজ্যের কাছাড় জেলায়,
ঘাঘরা নদীর 6th AP ব্রিজের দক্ষিণ তীরে
ছোটো একটি গ্রাম—সন্ন্যাসীটিলা।
চার পাশে সবুজ-শ্যামল, নানান ফসল ফলে,
রাখালরা গরু নিয়ে যায়, কৃষকরা ধান কাটে।
পাশের গ্রাম শ্যামপুরে প্রতিদিনই গ্রাম্য হাট বসে,
সেই হাটের বিক্রেতারা সারি বেঁধে বসে।
ঘরের পাশেই প্রাইমারি স্কুল, মাঝখান দিয়ে রাস্তা,
উত্তর দিকে এম.ই. স্কুল, হাইস্কুলটিও পাশে।
মানুষগুলো অনেক ভালো, ব্যবহারে পরিচয় মেলে,
পাশে আছে আশ্রম, মন্দির—প্রার্থনা
শুনি ভোরে।
পূজার সময় নাচ-গান হয়, দুর্গাপূজা হয় মাঠে,
নতুন কাপড় পরে সবাই একসাথে যায় হাটে।
কবিতাতে দিলাম আমার গ্রামের পরিচয়,
এমন একটি সুন্দর গ্রাম কোথাও নাহি রয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন