এখনও প্রতীয়মান


 আব্দুল হালিম বড়ভূইয়া

 

খুব সুন্দর শান বাঁধানো একটা ফটো ফ্রেম ছিল

দূর থেকে দেখা যেতো তাঁর সোনালী ঝলক

আগলে রেখেছিলাম শোকেসের উপর

একদিন অজান্তেই পড়ে গিয়ে

ফ্রেমটা হলো চূর্ণবিচূর্ণ

শানিত কাঁচের অদ্ভুত চাহনিতে

বিষাদে ভরে গেল অন্তঃকরণ

বিদীর্ণ ফ্রেমটা এখন নেহাত উচ্ছিষ্ট

 

এত রম্য এত আস্বাদনের ফ্রেমটা আজ অদৃশ্য

আছে ফ্রেম সম্পর্কিত ঢালাও সজল স্মৃতি

অহোরাত্র যায়-আসে কেটে  পড়ে সব অবদমন

তারপরও হৃদয়ঙ্গম হয় সেই ফ্রেমের বিমোহিত রূপ।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...