![]() |
দীপ্তি চক্রবর্ত্তী |
। দীপ্তি চক্রবর্ত্তী ।
সবুজ পাহাড়ের বুকচেরা পথে যখন ধীরে ধীরে নামাছি নীচে
আঁকা বাঁকা পথ, কুয়াশাবৃত প্রকৃতি, পাহাড়ী কনের খোঁপায় রঙিন ফুল
ভোরের আবছা আলো 'কাঠমাণ্ডু' থেকে নামার পথে পথে
নীচের দিকে তাকিয়ে দেখি- দু'পাহাড়ের সংযোগস্থলে
আমার সাথে সাথে কে যেন একখানা সাদা চাদর দিয়েছে বিছিয়ে।
আরো এগিয়ে এসে দেখতে পাই- পাহাড়ী কনের বিনুনী দোলছে
যেখানে পথ বাঁক নিয়েছে সেখানে রঙিন ফুলে সাজানো বিনুনী দোলছে
অপরূপ এ বিনুনীর সারি, আমি লুব্ধ নয়নে দেখছি তাদেরে
শীতের ভ্রুকুটীতে ভয়শূন্য পাহাড়ী কনে, আমার নয়ন নিয়েছে কেড়ে
গভীর নয়নোলোভা অরণ্য ভেদ করে করে
হঠাৎ যখন দেখি নীচে নীলজল বইছে তীর তীর করে
পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর- মিট মিট আলো
কনকন শীতে কাঁপছে শরীর, শুধু দুটি চোখ খোলা রেখে
চাদর টেনে ঝাপটে ধরি বুক, শীতকে জয় করে এসে গেছি
'শিলিগুড়ি'র অভিমুখে সমতলে।
'শীত', তোমাকে দেখছি আরো নয়ন ভরে অপরূপ সাজে সজ্জিতা
পাহাড়ী কনেদের লাজুক মুখ, বিনুনী আর খোঁপার ভেতর দিয়ে
তুমি অপরূপা, প্রকৃতিকে করে তুলো ফুলে ফুলে সজ্জিতা
তুমিন নয়নোলোভা - দূর থেকে মন কেড়ে নাও বাইরে
তোমার আগমনে মনপাখি ডানা মেলে- ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন