কেউ বলে দেবী তো কেউ বলে মনমোহিনী।
আমি বলি তিনি দেবী যিনি হলেন সর্বত্যাগী ।
মাটি পাথরে নয় গো দেবী, তিনি বিরাজিত সেখানে।
যেখানে মাটি-পাথরের ডেরায় কোমল হাত রূপান্তরিত কংক্রিটে।
রোদ-বাদলকে আপন করে,
দিন-রাত এক করে যার দুই মুঠো অন্ন জোটে।
সেই অন্নও সে দেয় আবার সন্তানের মুখে তুলে।
আমি তাদের দেবী বলি...।
আমি নির্জনে মা বলে ডাকি।
কেউ বলে কালী কেউ বলে অসুরনাশিনী।
আমি বলি তিনি কালী নাম যার ঝাঁসির রানি।
দেশের জন্য লড়াই করে প্রাণ দেওয়া সেই মেয়েটি।
আমি সেই মেয়েদের প্রণাম করি।
যারা নির্যাতিত,অপমানিত, ধর্ষিত হয়েও জীবন
যুদ্ধে লড়াই করে।
আমি সেই মায়েদের শ্রদ্ধা করি।
যারা দুধের সন্তান ঘরে ছেড়ে কাঁটাতারের সাথে বন্ধুত্ব করেছে।
আমি নির্জনে মা বলে ডাকি।
আমাদের সেই সর্বত্যাগী
বিশ্বমাতাকে...।
আমি মা বলি, আমাদের দেশের মাইলস্টোন এই সকল নারীকে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন