প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২
। ড. অর্পিতা দাস ।
প্রিয়তম,
আজ আমি তোমাকে ডাকঘর থেকে নয়,
সংবাদপত্রের বিজ্ঞাপন কলাম থেকে লিখছি।
বিজ্ঞপ্তি :
“একজন নারী খুঁজছেন তাঁর হারানো সময়,
মজবুত কাঁধ, আর একটি শূন্য দুপুর।”
গদ্য ভাঙে, কবিতা জন্ম নেয়—
চিঠি হয় না কখনো প্রেরিত,
কেবল দেয়ালজুড়ে ঝুলে থাকে
মিসড কলের মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন