তুমি আছো বলেই

গোপেন দাস

[প্রতাপ : অনলাইন-১৮]

। গোপেন দাস ।


তুমি আছো বলেই,

আমার জীবনে আনন্দ রয়েছে।

তুমি আছো বলেই,

আমার হৃদয়ে সুখ রয়েছে।


তোমার হাসি আমার জীবনের আলো,

তোমার কণ্ঠ আমার জীবনের সুর।

তোমার স্পর্শ আমার জীবনের তাপ,

তোমার প্রেম আমার জীবনের ধন।


তুমি আছো বলেই,

আমার জীবনে সাহস রয়েছে।

তুমি আছো বলেই,

আমার জীবনে আশা রয়েছে।


তুমি আছো বলেই,

আমি জীবনের সকল কষ্ট সহ্য করতে পারি।

তুমি আছো বলেই,

আমি জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...