তুমি আছো বলেই

গোপেন দাস

[প্রতাপ : অনলাইন-১৮]

। গোপেন দাস ।


তুমি আছো বলেই,

আমার জীবনে আনন্দ রয়েছে।

তুমি আছো বলেই,

আমার হৃদয়ে সুখ রয়েছে।


তোমার হাসি আমার জীবনের আলো,

তোমার কণ্ঠ আমার জীবনের সুর।

তোমার স্পর্শ আমার জীবনের তাপ,

তোমার প্রেম আমার জীবনের ধন।


তুমি আছো বলেই,

আমার জীবনে সাহস রয়েছে।

তুমি আছো বলেই,

আমার জীবনে আশা রয়েছে।


তুমি আছো বলেই,

আমি জীবনের সকল কষ্ট সহ্য করতে পারি।

তুমি আছো বলেই,

আমি জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...