![]() |
গোপেন দাস |
। গোপেন দাস ।
তুমি আছো বলেই,
আমার জীবনে আনন্দ রয়েছে।
তুমি আছো বলেই,
আমার হৃদয়ে সুখ রয়েছে।
তোমার হাসি আমার জীবনের আলো,
তোমার কণ্ঠ আমার জীবনের সুর।
তোমার স্পর্শ আমার জীবনের তাপ,
তোমার প্রেম আমার জীবনের ধন।
তুমি আছো বলেই,
আমার জীবনে সাহস রয়েছে।
তুমি আছো বলেই,
আমার জীবনে আশা রয়েছে।
তুমি আছো বলেই,
আমি জীবনের সকল কষ্ট সহ্য করতে পারি।
তুমি আছো বলেই,
আমি জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।
একটি ভালোবাসার কবিতা।
উত্তরমুছুন