ভয়

 [প্রতাপ : অনলাইন-৮]


। শৈলেন দাস ।


কিছু সুন্দর মুহূর্ত যেমন

আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা 

বা অন্যকোন সেবামূলক কাজে

নিজেকে জড়িত রাখা

আমার আত্মতৃপ্তি বা শ্লাঘার কারণ।


প্রিয়জনের সাথে একান্তে কাটানো সময়

বন্ধু বান্ধব কিংবা ঘর পরিবার নিয়ে

নতুন কিছু ভাবনা উদ্বেলিত করে আমায়

দূরীভূত হয় আমার ক্রোধ ও ফাস্ট্রেশন।


সামাজিক মর্যাদা বৃদ্ধি, মানুষের সহানুভূতি

অথবা আমার ভাল কাজের ভুয়শী প্রসংশা

আমাকে প্রভূত আনন্দ দেয়, আশ্বস্ত করে

সঠিক দিশায় আমার আত্ম অভিযোজন।


তবুও দিনের শেষে

দেহ মন জুড়ে যখন নেমে আসে ক্লান্তি

আমি ভীত সন্ত্রস্ত হয়ে উঠি কারণ

একটি অমানবিক ধারাক্রম নীরবে

আমাকে অবদমিত করার জন্য সক্রিয় সতত

এবং নিশ্চিত করে রেখেছে আমার অবনমন।

 

১০টি মন্তব্য:

  1. অসাধারণ 👌 একেবারে খাঁটি বাস্তব কথা ।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর দাদা🥰

    উত্তরমুছুন
  3. দারুন হয়েছে।

    উত্তরমুছুন
  4. excellent, This is a mind-blowing poem. well done sailen.

    উত্তরমুছুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...