মনে হচ্ছে প্রতিটা দিন
ব্যর্থতায় গুমড়ে মরছি
চেষ্টাই তো করছি,
ছুটে চলছি গন্তব্যে
দিন পার হচ্ছে অস্বস্তিকর মন্তব্যে।
নিঃশব্দ নিস্তেজ অস্থিরতা
কাকে শোনাবো ব্যর্থতার
কথা,
আক্ষেপগুলো খুব একান্ত
অন্তরের অভ্যন্তরে যে খুব ক্লান্ত।
চারদিকে ব্যর্থতার ছায়া
তবুও হাল ছাড়তে
দেয় না সফলতার মায়া,
ব্যর্থতার পরেও প্রয়াস করি
কারণ বিষাদের গল্প হয় যে অনেক ভারী।
ঠুনকো আঘাতে ভেঙ্গে যাওয়া হৃদয়
মনের মাঝে, হয় যে অনেক ভয়
জটিল পরিস্থিত আর কষ্ট
স্বপ্নগুলো হয় না যেন আর নষ্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন