আমার ভাষা বাংলা ভাষা

 

 । পুষ্পিতা দাস ।


৬১ আর ৭১ এ যারা,
ত্যাগ করেছেন নিজ প্রাণ।
তাদের জন্য গাইছি আমরা,
উনিশ, একুশের গান।
দুই বাংলার বীর শহীদদের জানাই,
আজ শতকোটি প্রণাম।
তোমার জন্য হয়েছে আজ,
বিশ্ব বাংলার নাম।
রবী আমার অহংকার,
নজরুল আমার ভালোবাসা।
তোমাদের আত্মত্যাগের বিনিময়ে,
পেয়েছি এই বাংলা ভাষা।

[প্রতাপ : অনলাইন-৫]

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...