। পুষ্পিতা দাস ।
৬১ আর ৭১ এ যারা,ত্যাগ করেছেন নিজ প্রাণ।তাদের জন্য গাইছি আমরা,উনিশ, একুশের গান।দুই বাংলার বীর শহীদদের জানাই,আজ শতকোটি প্রণাম।তোমার জন্য হয়েছে আজ,বিশ্ব বাংলার নাম।রবী আমার অহংকার,নজরুল আমার ভালোবাসা।তোমাদের আত্মত্যাগের বিনিময়ে,পেয়েছি এই বাংলা ভাষা।
চমৎকার সুন্দর লেখা।
উত্তরমুছুন